অাকাশ জাতীয় ডেস্ক:
চেয়ারে করে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় চট্টগ্রামের মইজ্জারটেক এলাকা থেকে ২৫ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন, ময়না বিবি (৩৫) ও বুলবুল আহম্মদ (২০)। তাদের দুজনেরই বাড়িই রাজশাহীতে।
বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজার থেকে আসা দেশ ট্রাভেলসের এই দুই যাত্রীর কাছ থেকে ওইসব ইয়াবা পাওয়া যায় বলে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান স্বাক্ষরিত এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, কক্সবাজার থেকে আসা দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালানো হয় কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি নতুন কাঠের চেয়ারে বিশেষ কায়দায় রাখা ১৩ হাজার এবং দুইজনের শরীর তল্লাশি করে আরও ১২ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। দুইজনই কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে নিয়মিতভাবে রাজশাহীতে বিক্রি করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আকাশ নিউজ ডেস্ক 






















