অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে হাতেখড়ি স্কুলের সামনে থেকে ধারালো দেশীয় অস্ত্রসহ এক স্কুল ছাত্রসহ দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীরা। আটককৃতরা হলো, আব্দুল মান্নান (১৫) ও আরিফ হোসেন (১৪)। আরিফ আগ্রাবাদে একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে এস এস পাইপ দিয়ে তৈরি একটি ধারালো কুড়াল, এস এস পাইপের মাথায় লোহার তিনটি হুক বসিয়ে তৈরি বিশেষ অস্ত্র, ১টি ছোরা ও ১টি হকিস্টিক উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা জানায়, আগ্রাবাদ মিস্ত্রিপাড়া এলাকার একটি স্কুল থেকে এবারের জেএসসি পরীক্ষার্থী সাকিব তার বন্ধু মান্নান ও আরিফকে অস্ত্রশস্ত্র নিয়ে হাতেখড়ি স্কুলের সামনে প্রস্তুত থাকতে বলেছিল। হাতেখড়ি স্কুলে ছিল সাকিবের পরীক্ষা কেন্দ্র। সাকিবের সঙ্গে সম্ভবত কারো বিরোধ আছে। তাদের পরিকল্পনা ছিল পরীক্ষা শেষে মারামারি করবে।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মহিউদ্দিন সেলিম বলেন, স্থানীয় লোকজন হাতে ব্যাগ দেখে সন্দেহবশত মান্নান ও আরিফকে ধরে ফেলে। খবর পেয়ে সাকিব পরীক্ষা কেন্দ্র থেকে পালিয়ে গেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























