অাকাশ জাতীয় ডেস্ক:
সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী পৌর সদরের মুন্সির মসজিদ এলাকায় সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রোকেয়া বেগম (৪৫) ও অজ্ঞাতনামা এক পুরুষ। আহতরা হলেন হাটহাজারী পৌর এলাকার আবদুস ছবুর (২৫), আশরাফ সিকদার (২৮) ও মো. জাহেদ (৪৩)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর সদরের মুন্সির মসজিদ এলাকায় সেনাবাহিনী একটি গাড়ির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই দুর্ঘটনা ঘটে।
আকাশ নিউজ ডেস্ক 
























