অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর ‘ভয়েস অফ গোপালগঞ্জ’ ও জিনিয়াস অফ গোপালগঞ্জ’ প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জিমনেসিয়াম ও সুইমিং পুল কমপ্লেক্সের এ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন ও আনোয়ার হোসেন আনু।
অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সায়েম খান, সাংগঠনিক সম্পাদক সজিব বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোল্লা রনি হোসেন কালু প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার। অনুষ্ঠানে ‘ভয়েস অফ গোপালগঞ্জ’ নির্বাচিত হন হাজী লাল মিয়া সিটি কলেজের ছাত্র এম.ডি রাহাত মোল্লা, সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র এস. এম ফয়েজুল্লাহ প্রথম রানার-আপ ও সাতপাড় কাজী নজরুল কলেজের শুভ বালা দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন। আর ‘জিনিয়াস অফ গোপালগঞ্জ’ নির্বাচিত হন হাজী লাল মিয়া সিটি কলেজের ছাত্র শাকিল মাহমুদ, কাজী জহুরুল হক কলেজের ছাত্র সজিব হোসাইন প্রথম রানার-আপ ও সপ্তপল্লী স্কুল এন্ড কলেজের ছাত্রী শ্রাবণী আকর্ষণ দ্বিতীয় রানার-আপ নির্বাচিত।
আকাশ নিউজ ডেস্ক 



















