অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও অন্তুত ২৪ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়ার নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সমাপ্তি বিশ্বাস (১২) ও একই উপজেলার বাশুড়িয়া গ্রামের সুমী খানম (১২)।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ আলম জানান, গোপালগঞ্জ থেকে বাগেরহাটগামী ওসমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত ইজিবাইককে ধাক্কা দেয়, পরে রাস্তার পাশের আরেকটি রিক্সা-ভ্যানকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সুমী খানমসহ অন্তুত ২৫ জন আহত হন।
পরে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে সমাপ্তি নামে আরেক নারী শিশু মারা যায়। আহতদের মধ্যে ১১ জনকে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























