অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের সাতকানিয়া ও সিতাকুন্ড উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল আমিন (২৪) ও মিজান (২০)। মঙ্গলবার ভোরে সাতকানিয়া উপজেলার হাসমতের দোকার এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এনা গাড়ির ধক্কায় নুরুল আমিন নিহত হন।
অন্যদিকে এদিন সকাল সাড়ে ৯টায় সিতাকুন্ড উপজেলার কুমিরা এলাকায় জাহাজ ভাঙার কাজ করার সময় জাহাজ থেকে পড়ে মিজান নামের এক যুবক নিহত হন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আমির বলেন, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























