ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সমাবেশে অসুস্থ হয়ে কিশোরের মৃত্যু, আহত আরও ২ চমেকে ভর্তি শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয় ‘নিরাপত্তা উদ্বেগ সমাধান না হওয়াটা দুঃখজনক’:মোহাম্মদ ইউসুফ ‘বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি,আপনাদের আমানতের খেয়ানত করবো না’:মির্জা ফখরুল আওয়ামী লীগ-ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে : স্বরাষ্ট্র উপদেষ্টা পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটির বিষয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্র উত্তরণের প্রধান শর্ত: সুজন সম্পাদক ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি তারেক রহমানের সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না: তারেক রহমান

মিসাইল-রকেট বহনে সক্ষম যুদ্ধ হেলিকপ্টার আনছে চীন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার মিসাইল-রকেট বহনে সক্ষম যুদ্ধ হেলিকপ্টার আনছে চীন।চীনের হেলিকপ্টার রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ইনস্টিটিউট আনছে এই জেড-২০ মিডিয়াম লিফ্টের হেলিকপ্টার।

দেশের কয়েকটি কোম্পানির সঙ্গে মিলিতভাবে এই হেলিকপ্টার আনতে চলেছে চীন। জানা গেছে, মোট দু`টি জেড-২০ মিডিয়াম লিফ্টের হেলিকপ্টার বাজারে আনা হচ্ছে। এদের রেজিস্ট্রেশন নম্বর ৬৩৫ ও ৬৩৬। গান্ন্যান জিয়াচে বিমানবন্দরে দেখা যাবে এই হেলিকপ্টার দু`টিকে। চীনের গানসু প্রদেশের গান্ন্যান তিবেতিয়ান অটোনোমাস প্রেফেকচারে অবস্থিত।

নতুন জেড-২০ হেলিকপ্টার দুটি যুক্তরাষ্ট্রের সিকোরস্কাই এস-৭০ এর মতো দেখতে। এটি মার্কিন সেনার একটি সাধারণ মিলিটারি হেলিকপ্টার। ইউএইচ-৬০ ব্ল্যাক হক নামে এটি পরিচিত। চীয়না মিলিটারি ফেসেস ফুতুর বই অনুসারে আমেরিকা থেকে ২৪টি এস-৭০ হেলিকপ্টার এনেছিল চীন।

১৯৮০ সালের মাঝামাঝি সময়ে এগুলো আমদানি করা হয়েছিল। তবে এভিয়েশন উইকে জানানো হয়েছে জেড-২০ হেলিকপ্টারের ডিজাইন অনেকটা এস-৭০ এর মতোই। তবে ব্ল্যাক হকে ৪টি ব্লেড থাকত। এতে আছে ৫টি ব্লেড।

জেড-২০ হেলিকপ্টারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ১২-১৫টি দল সম্পূর্ণ সজ্জিত হয়ে যাতায়াত করতে পারবে। ৫ হাজার কেজি ওজন বহন করার ক্ষমতা আছে এই হেলিকপ্টারের। এর মধ্যে ১ হাজার কেজি ইন্টারনাল ও ৪ হাজার কেজি এক্সটারনাল ওজন বহন করতে পারবে। গাড়ি, মেশিনগান, যুদ্ধাস্ত্র, অ্যান্টি-ট্যাঙ্ক ও এয়ার-টু-এয়ার মিসাইল ও রকেটও বহন করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সমাবেশে অসুস্থ হয়ে কিশোরের মৃত্যু, আহত আরও ২ চমেকে ভর্তি

মিসাইল-রকেট বহনে সক্ষম যুদ্ধ হেলিকপ্টার আনছে চীন

আপডেট সময় ১১:১৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার মিসাইল-রকেট বহনে সক্ষম যুদ্ধ হেলিকপ্টার আনছে চীন।চীনের হেলিকপ্টার রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ইনস্টিটিউট আনছে এই জেড-২০ মিডিয়াম লিফ্টের হেলিকপ্টার।

দেশের কয়েকটি কোম্পানির সঙ্গে মিলিতভাবে এই হেলিকপ্টার আনতে চলেছে চীন। জানা গেছে, মোট দু`টি জেড-২০ মিডিয়াম লিফ্টের হেলিকপ্টার বাজারে আনা হচ্ছে। এদের রেজিস্ট্রেশন নম্বর ৬৩৫ ও ৬৩৬। গান্ন্যান জিয়াচে বিমানবন্দরে দেখা যাবে এই হেলিকপ্টার দু`টিকে। চীনের গানসু প্রদেশের গান্ন্যান তিবেতিয়ান অটোনোমাস প্রেফেকচারে অবস্থিত।

নতুন জেড-২০ হেলিকপ্টার দুটি যুক্তরাষ্ট্রের সিকোরস্কাই এস-৭০ এর মতো দেখতে। এটি মার্কিন সেনার একটি সাধারণ মিলিটারি হেলিকপ্টার। ইউএইচ-৬০ ব্ল্যাক হক নামে এটি পরিচিত। চীয়না মিলিটারি ফেসেস ফুতুর বই অনুসারে আমেরিকা থেকে ২৪টি এস-৭০ হেলিকপ্টার এনেছিল চীন।

১৯৮০ সালের মাঝামাঝি সময়ে এগুলো আমদানি করা হয়েছিল। তবে এভিয়েশন উইকে জানানো হয়েছে জেড-২০ হেলিকপ্টারের ডিজাইন অনেকটা এস-৭০ এর মতোই। তবে ব্ল্যাক হকে ৪টি ব্লেড থাকত। এতে আছে ৫টি ব্লেড।

জেড-২০ হেলিকপ্টারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ১২-১৫টি দল সম্পূর্ণ সজ্জিত হয়ে যাতায়াত করতে পারবে। ৫ হাজার কেজি ওজন বহন করার ক্ষমতা আছে এই হেলিকপ্টারের। এর মধ্যে ১ হাজার কেজি ইন্টারনাল ও ৪ হাজার কেজি এক্সটারনাল ওজন বহন করতে পারবে। গাড়ি, মেশিনগান, যুদ্ধাস্ত্র, অ্যান্টি-ট্যাঙ্ক ও এয়ার-টু-এয়ার মিসাইল ও রকেটও বহন করা যাবে।