অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের রামুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র মৃত্যুবরণ করেছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে রামু উপজেলার রশিদনগর এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম লিয়াকত আলী জানান, চকরিয়ামুখী একটি মিনিবাস বিপরীতমুখী কক্সবাজারগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শফিকুল ও হাসান মারা যান। আহত অবস্থায় মহিউদ্দিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার কলেজগেট এলাকার সাব্বির আহমদের ছেলে শফিকুল ইসলাম (২০), জালালাবাদ ইউনিয়নের তারাকাটা এলাকার আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ হাসান (২২) ও পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার সিরাজ মিয়ার ছেলে মহিউদ্দিন (২২)।
তারা সবাই কক্সবাজার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























