অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্চণা মন্ডল (৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার উলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের সুবল মন্ডলের স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, ওই গৃহবধু রান্না ঘরে লাইট জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























