অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জে জেএসসি পরীক্ষার উত্তরপত্র ফটোকপি করে বিক্রি করার অভিযোগে সুরেশ বিশ্বাস (৩০) নামে এক ব্যবসায়ীকে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ তাছলিমা আলী সাজা দেন। একই সাথে ওই ব্যবসায়ীর ফটোকপির দোকানটিও সিলগালা করা হয়েছে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ সাজেদুর রহমান জানিয়েছেন, বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয় পরীক্ষার উত্তরপত্র ওই দোকান মালিক সুরেশ বিশ্বাস বিক্রির জন্য ফটোকপি করছিল।
পুলিশ এ খবর পেয়ে তাকে উত্তরপত্রসহ আটক করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আরডিসি মোসা. তাছলিমা আলী স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই ফটোকপি ব্যবসায়ী সুরেশ বিশ্বাসকে দুই বছরের সাজা প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আকাশ নিউজ ডেস্ক 
























