অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের পটিয়া এলাকায় একটি চলন্ত ট্রেন থেকে লাফ দিতে গিয়ে মুন্না(১৫) নামের এক যুবকের পা দুইটি কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে মুমুর্ষ অবস্থায় আহত মুন্নাকে প্রথমে পটিয়া উপজেলা হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে আহত মুন্নার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন পটিয়া হাসপাতালে জরুরী বিভাগের কর্ত্যবরত চিকিংসক।
সোমবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে, চট্টগ্রাম থেকে পটিয়া হয়ে একটি ফার্নেস অয়েলববাহী ট্রেন ফার্নেস ওয়েল নিয়ে দোহাজারী স্টেশনে যাচ্ছিল। ট্রেনটি পটিয়া স্টেশনে এলে চালক গতি কমান। এসময় মুন্না চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকার লোকজন মুন্নাকে ঘটনাস্থল থেকে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পটিয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসাপাতালে প্রেরণ করে।
পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার সঞ্জীব দাশ বলেন, ফার্নেস অয়েলবাহী ওয়াগন পটিয়া রেল স্টেশন এলাকায় গতি কমালে ওই কিশোর সম্ভবত নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















