অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের বাঁশখালীর উত্তর জলদীর ভাদালিয়া এলাকায় বাড়িতে আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন। সোমবার দিনগত রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ওসি রাশেদ খান চৌধুরী অগ্নিকাণ্ডে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী তৈয়ব উল্লাহর বাড়িতে রাতে আগুন লেগে যায়। এ সময় বাড়ির ভেতর থাকা স্ত্রী হামিদা আকতার (৩০) ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান। গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার মেয়ে, স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী তানজিনা সুলতানা।
আকাশ নিউজ ডেস্ক 





















