অাকাশ জাতীয় ডেস্ক:
নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে র্যাব। গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় তিন মাদক কারবারিকেও আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে এই অভিযান চালায় র্যাব-৭।
আটক তিন মাদক কারবারি হলো মো. আকবর হোসেন রতন (২৪), মো. কাউছার (২১) ও মো. নুরুল আমিন (২৪)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। জব্দ করা মালামালসহ তাদের আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, কয়েকজন মাদক কারবারি প্রাইভেট কারে করে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে খবর পেয়ে চেকপোস্ট বসানো হয়। গাড়ি তল্লাশির সময় ওই প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-১৪-৯২৫৯) গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেন। প্রাইভেট কারটি থামিয়ে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে র্যাব সদস্যরা তাদের আটক করেন।
পরে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক দাম তিন লাখ ১৬ হাজার ৮০০ টাকা। আর জব্দ করা প্রাইভেট কারটির আনুমানিক দাম ৩০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
আকাশ নিউজ ডেস্ক 





















