অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
প্রায় ১ কোটি ৬ লাখ টাকা মূল্যের ৭১৭ ঘন ফুট চেরাই কাঠ জব্দ করা হয়েছে। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বালুরটাল এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এসময় চার জনকে আটক করেছে র্যাব। শুক্রবার (৩ নভেম্বর) ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
আটক চারজন হলো চান্দগাঁও থানার তালুকদার বাড়ির শাহ আলমের ছেলে মোহাম্মদ মোর্শেদুল আলম (৩৩), ভোলার চরফ্যাশনের আলীগাঁওর মো. মফিজুর রহমানের ছেলে মো. আব্বাছ (২৬), রাঙ্গুনিয়ার দক্ষিণ নিশ্চিন্তপুরের আব্দুর রশিদের ছেলে মো. হারুন (৩৭) ও একই এলাকার মো. ইব্রাহিমের ছেলে মো. নুরুল আবসার (২৪)।
মিমতানুর রহমান বলেন, ‘কাঠ ভর্তি দুইটি ট্রাক রাঙ্গুনিয়া থেকে বলিরহাটের আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি টিম আভিযান চালায়। কাঠ ভর্তি চট্টমেট্রো-ট-১১-৬৯০০ এবং চট্টমেট্রো-ট-১১-৫৫৪৭ ট্রাক দুটি আটক করা হয়। এসময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৭১৭ ঘন ফুট কাঠ জব্দের পাশাপাশি ট্রাকে থাকা চারজনকে আটক করা হয়। জব্দ কাঠের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লাখ টাকা।
আকাশ নিউজ ডেস্ক 





















