অাকাশ জাতীয় ডেস্ক:
মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম চাথোয়াই অং মারমা (৪১)। তার বাড়ি খাগড়াছড়ি জেলার তবলছড়ি এলাকার কয়লা বাজারে।
তিনি ফেনী সদর থানার আওতাধীন বোগদাদীয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বারইয়ারহাট রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, বারইয়াহাট রেলগেইট এলাকায় মঙ্গলবার বিকেলে চাথোয়াই অং মারমা বসে প্রসাব করছিলেন। এসময় ঢাকামুখী গোধূলী এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















