অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামে নির্মাণাধীন একটি দশতলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার হাফিজ টাওয়ারে এ ঘটনা ঘটে।
আনুমানিক ১৮ বছর বয়সী এই নির্মাণ শ্রমিকের নাম পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, মাদারবাড়ি এলাকার রেলগেইটের পাশে হাফিজ টাওয়ারে কাজ করার সময় দশতলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় স্থানীয়ারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























