অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। তার নাম আফাজ উদ্দিন (৩২)। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রুবেল ও আলম নামের আরো দুজনকে আটক করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গেল রাতে গাজীপুর সিটি করপোরেশনের নলজানীর টিঅ্যান্ডটি এলাকায় অস্ত্রধারী কয়েক ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এ সংবাদ পেয়ে পুলিশ অভিযানে যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আফাজ উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি গুলিসহ একটি বিদেশি পিস্তল ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার এবং পালিয়ে যাওয়ার সময় আলম ও রুবেলকে পুলিশ আটক করেছে। এ সময় ডাকাতদের ধরতে গিয়ে জয়দেবপুর থানার এসআই সাদেক ও কনস্টেবল হযরত আলী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আফাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















