অাকাশ জাতীয় ডেস্ক:
রাঙ্গুনিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশা করে রাঙামাটির কাউখালী যাওয়ার পথে একটি অটোরিক্শা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধাক্কা লেগে এ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ সেকান্দর (৩৫)।
শুক্রবার (২৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সেকান্দরের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার ঠাণ্ডাছড়ি এলাকায়। তিনি ওই এলাকার দীন মোহাম্মদের ছেলে।
জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক এস এম আলাউদ্দিন তালুকদার বলেন, ‘রাঙ্গুনিয়া উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশা করে রাঙামাটির কাউখালী যাচ্ছিলেন সেকান্দর। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় অটোরিকশাটি। এতে গুরুতর আহত হন তিনি। পরে চমেক হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 























