ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

বাসের রাস্তাতেই চলবে চীনের বানানো ট্র্যাকহীন স্মার্ট ট্রেন

অাকাশ আইসিটি ডেস্ক:

বাসের রাস্তাতেই চলতে সক্ষম হাই-টেক স্মার্ট ট্রেন তৈরি করা হয়েছে চীনে। চীনের জুঝৌ প্রদেশে ট্রায়াল রান করেও দেখা হয়েছে এর। এই নতুন যাতায়াত ব্যবস্থা বাসের থেকে বেশি কার্যকরী এবং ট্রাম ব্যবস্থার চেয়ে খরচ অনেক কম। আগামী বসন্ত থেকেই চীনের রাস্তায় চলতে শুরু করবে নতুন এই ট্র্যাকহীন রেল। ভবিষ্যতে ট্রেনটি চালকহীন অবস্থাতেই চলবে বলেও জানানো হয়েছে।

কোনও ট্র্যাক নেই
চীনা শহর জুঝৌতে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে ভবিষ্যতের অত্যাধুনিক ট্রেন। এটির কোনও ট্র্যাক নেই। নির্দিষ্টি লাইনে যাতায়াত করে না। নিজের মতো করে জায়গা দিয়ে যেতে পারে।

লাইনহীন ট্রেন
জুঝৌয়ের ব্যস্ত রাস্তায় এই ট্রেন চালানো হয়েছে। ব্যস্ত রাস্তায় লাইনহীন ট্রেন দেখে অবাক সকলেই।
দেখতে অনেকটা ট্রামের মতো হলেও এর কোনও নির্দিষ্ট ট্র্যাক নেই। নিজের মতো করে রাস্তায় চলছে।

গতি ঘণ্টায় ৭০ কিমি
নতুন এই স্মার্ট ট্রেনে একসঙ্গে তিন শ জন যাত্রী যাতায়াত করতে পারবে। এই ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। শহরের মধ্যে এই গতি যথেষ্টই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মসৃণ যাতায়াত
চীনের বিভিন্ন শহরের রাস্তার গতি বাড়াতে শি জিনপিংয়ের সরকার সচেষ্ট। সেজন্য এই রেল সিস্টেম চালু করে যাতায়াতকে মসৃণ করতে চাওয়া হচ্ছে।

খরচ অনেক কম
চীনা সিআরআরসি লিমিটেড নামে সংস্থা জানিয়েছে, ট্রাম বা সাবওয়ে সিস্টেমের চেয়ে এই রেল ব্যবস্থা বেশ আধুনিক। খরচও অনেক কম পড়ে। চীনে ট্রামের জন্য এক কিলোমিটার রাস্তা বানাতে ২৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ পড়ে। সেখানে এই রেলের জন্য রাস্তা বানাতে খরচ পড়বে মাত্র ১১.৪ মিলিয়ন ডলার।

বসন্তে উদ্বোধন
নতুন এই স্মার্ট ট্রেন চীনে আগামী বসন্তে উদ্বোধন হতে চলেছে। আগামী দিনে চালকহীন অবস্থায় চলতে দেখা যাবে ট্রেনটিকে। চীনে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন চলে। তার সঙ্গে নতুন এই ধরনের ট্রেন যাতায়াত ব্যবস্থায় নতুন গতি আনবে বলেই মনে করা হচ্ছে।

সেন্সরের সাহায্য
এই ট্রেনে যাত্রী স্বাচ্ছ্বন্দ্যের বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখা হয়েছে। কোথায় থামতে হবে, কীভাবে রাস্তায় চলতে হবে, সেসব ঠিক রাখা হবে সেন্সরের সাহায্যে। যাত্রা নিয়ে বিভিন্ন তথ্য ট্রেনকে যোগাতে থাকবে সেন্সর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

বাসের রাস্তাতেই চলবে চীনের বানানো ট্র্যাকহীন স্মার্ট ট্রেন

আপডেট সময় ০৫:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭

অাকাশ আইসিটি ডেস্ক:

বাসের রাস্তাতেই চলতে সক্ষম হাই-টেক স্মার্ট ট্রেন তৈরি করা হয়েছে চীনে। চীনের জুঝৌ প্রদেশে ট্রায়াল রান করেও দেখা হয়েছে এর। এই নতুন যাতায়াত ব্যবস্থা বাসের থেকে বেশি কার্যকরী এবং ট্রাম ব্যবস্থার চেয়ে খরচ অনেক কম। আগামী বসন্ত থেকেই চীনের রাস্তায় চলতে শুরু করবে নতুন এই ট্র্যাকহীন রেল। ভবিষ্যতে ট্রেনটি চালকহীন অবস্থাতেই চলবে বলেও জানানো হয়েছে।

কোনও ট্র্যাক নেই
চীনা শহর জুঝৌতে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে ভবিষ্যতের অত্যাধুনিক ট্রেন। এটির কোনও ট্র্যাক নেই। নির্দিষ্টি লাইনে যাতায়াত করে না। নিজের মতো করে জায়গা দিয়ে যেতে পারে।

লাইনহীন ট্রেন
জুঝৌয়ের ব্যস্ত রাস্তায় এই ট্রেন চালানো হয়েছে। ব্যস্ত রাস্তায় লাইনহীন ট্রেন দেখে অবাক সকলেই।
দেখতে অনেকটা ট্রামের মতো হলেও এর কোনও নির্দিষ্ট ট্র্যাক নেই। নিজের মতো করে রাস্তায় চলছে।

গতি ঘণ্টায় ৭০ কিমি
নতুন এই স্মার্ট ট্রেনে একসঙ্গে তিন শ জন যাত্রী যাতায়াত করতে পারবে। এই ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। শহরের মধ্যে এই গতি যথেষ্টই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মসৃণ যাতায়াত
চীনের বিভিন্ন শহরের রাস্তার গতি বাড়াতে শি জিনপিংয়ের সরকার সচেষ্ট। সেজন্য এই রেল সিস্টেম চালু করে যাতায়াতকে মসৃণ করতে চাওয়া হচ্ছে।

খরচ অনেক কম
চীনা সিআরআরসি লিমিটেড নামে সংস্থা জানিয়েছে, ট্রাম বা সাবওয়ে সিস্টেমের চেয়ে এই রেল ব্যবস্থা বেশ আধুনিক। খরচও অনেক কম পড়ে। চীনে ট্রামের জন্য এক কিলোমিটার রাস্তা বানাতে ২৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ পড়ে। সেখানে এই রেলের জন্য রাস্তা বানাতে খরচ পড়বে মাত্র ১১.৪ মিলিয়ন ডলার।

বসন্তে উদ্বোধন
নতুন এই স্মার্ট ট্রেন চীনে আগামী বসন্তে উদ্বোধন হতে চলেছে। আগামী দিনে চালকহীন অবস্থায় চলতে দেখা যাবে ট্রেনটিকে। চীনে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন চলে। তার সঙ্গে নতুন এই ধরনের ট্রেন যাতায়াত ব্যবস্থায় নতুন গতি আনবে বলেই মনে করা হচ্ছে।

সেন্সরের সাহায্য
এই ট্রেনে যাত্রী স্বাচ্ছ্বন্দ্যের বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখা হয়েছে। কোথায় থামতে হবে, কীভাবে রাস্তায় চলতে হবে, সেসব ঠিক রাখা হবে সেন্সরের সাহায্যে। যাত্রা নিয়ে বিভিন্ন তথ্য ট্রেনকে যোগাতে থাকবে সেন্সর।