অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আট তরুণীসহ ১৬ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার রাতে অসামাজিত কার্যকলাপের অভিযোগে এদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বিএম কুদরত-ই-খুদা জানান, গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর ও হোতাপাড়া এলাকায় দুটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিল, এমন খবর পেয়ে রাতে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় হোটেল দুটি থেকে আট তরুণী এবং আট খদ্দের-দালালকে আটক করা হয়।
এনডিসি আরো জানান, ভ্রাম্যমাণ আদালত আট তরুণীকে ১৫ দিন করে এবং বাকিদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























