অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১০ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হলো। সোমবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের ডাঙ্গারচরে মিয়ানমার থেকে আসা নৌকাটি ডুবে যায়।
সঙ্গে সঙ্গে স্থানীয় জেলেরা ও কোস্ট গার্ড উদ্ধার তৎপরতা শুরু করলে আটজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে আরো দুজনের মরদেহ ভেসে আসে। এ ছাড়া ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন খান জানান, এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছয়জন নারী ও চারটি শিশু। তিনি জানান, নৌকাটিতে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুসহ অতিরিক্ত যাত্রী ছিল। শাহপরীর দ্বীপ দিয়ে এই রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের কথা ছিল।
আকাশ নিউজ ডেস্ক 





















