অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুস সালাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চিনকি আস্তানা রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ময়মনসিংহ জেলার কাতালের চর এলাকার বাসিন্দা। তিনি চিনকি আস্তানা স্টেশন এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম জানান, রেললাইনে বসে আড্ডা দেয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরবর্তীতে তার স্বজনরা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আকাশ নিউজ ডেস্ক 





















