অাকাশ স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার ছিল ক্যাম্পের ষষ্ঠ দিন। কিন্তু এদিন একটা দুঃসংবাদ ছড়িয়ে পড়লো ক্যাম্পে।
অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। চোট সম্পর্কে যদিও এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
শুধু জানা গেছে ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। স্ক্যান করা হবে। ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন। আর রিপোর্ট পেলে জানা যাবে পুরোটা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, খুব দুশ্চিন্তার কিছু নেই। তাদের ধারণা ইনজুরিটা তেমন গুরুতর নয়।
তবে ইনজুরিটা কেমন? গুরতর নাকি সাধারণ তা দেখার জন্য সাকিবের ভক্তকূলকে অপেক্ষা করতে হবে রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত।
আকাশ নিউজ ডেস্ক 



















