অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী শিবিরের ডি-ব্লকের পাহাড়ি এলাকায় শনিবার দুপুরে বন্য হাতির আক্রমণে আশ্রয় নেয়া ৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
পুলিশ জানায়, শনিবার দুপুরে হাতির একটি দল আক্রমণ চালায় পাহাড়ি এলাকায়। আক্রমণে বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় ঘটনাস্থলে চার রোহিঙ্গার মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৩৫ বছরের এক নারী ও ৯ থেকে ১১ বছরের তিনটি শিশু রয়েছে। তাদের স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আহত দুজন রোহিঙ্গাকে চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিয়ানমারে সহিংসতার কারণে পালিয়ে বালুখালী পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিক। তারা হাতির আশ্রয়স্থল নষ্ট করে গড়ে তুলেছে ঘর-বাড়ি।
আকাশ নিউজ ডেস্ক 






















