অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় টেম্পুর ধাক্কায় সঞ্জয় সাহা (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সঞ্জয় বায়েজিদ থানার বর্মা কলোনি এলাকার প্রাণ বল্বব সাহার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘টেম্পুর ধাক্কায় পা ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয় সঞ্জয় সাহার।’
আকাশ নিউজ ডেস্ক 





















