অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম নগরীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মোস্তফা কামাল (৪৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানার ঢাকা ট্রাংক রোডের লাকী হোটেল মোড়ে মোহাম্মদ আলীর চা দোকানের সামনে এই অভিযান চালানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.কামরুজ্জামান বলেন, মোস্তফা কামালের বাড়ি টেকনাফে। সে টেকনাফ থেকে ইয়াবাগুলো এনে ঢাকায় ক্রেতার কাছে হস্তান্তরের জন্য যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফা কামালকে আটকের পর পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পরিদর্শক কামরুজ্জামান।
আকাশ নিউজ ডেস্ক 

























