অাকাশ জাতীয় ডেস্ক:
সীতাকুণ্ডের ফৌজদারহাটে আবদুর রব (৪৫) নামে এক কেয়ারটেকার বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার (৯ অক্টোবর) রাত পৌনে একটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবদুর রবের ছেলে বেলাল হোসেন জানান, সোমবার রাত ৯-১০টার দিকে বাবার সঙ্গে আমাদের টেলিফোনে কথা হয়েছে। এরপর মোবাইল বন্ধ করে দেন। মধ্যরাতে আমাদের জানানো হয় তিনি স্ট্রোক করেছেন। পরে হাসপাতালে এসে দেখি তিনি মারা গেছেন।
চমেক পুলিশ ফাঁড়ির জেলা পুলিশের মেডিকেল টিম-১ এর সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে আবদুর রব আত্মহত্যা করতে পারেন।
আকাশ নিউজ ডেস্ক 
























