অাকাশ জাতীয় ডেস্ক:
নাফনদী পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবির ঘটনায় আরও ৯ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে টেনাফের মিঠাপানির ছড়া ও হাবিব ছড়া থেকে আটটি লাশ ও সেন্টমার্টিন থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন খান জানিয়েছেন। এছাড়া এর আগে দিন ১৪ জনের লাশ উদ্ধার করা হয়।
ওসি জানান, মঙ্গলবার সকালে টেকনাফ ও সেন্টমার্টিনের সাগরের তীরে ভেসে আসা আরও নয় রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। ৯ জনের মধ্যে ৮ জন নারী ও ১ জন শিশু। লাশগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দাফনের প্রস্ততি চলছে। এছাড়া রবিবার রাত সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপে নাফ নদীর ঘোলারচর পয়েন্টে রোহিঙ্গাবাহী নৌকাটি ডুবে যায়।
আকাশ নিউজ ডেস্ক 





















