অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবির ঘটনায় আরও ৬টি লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। সোমবার রাতে টেকনাফ থানার ওসি মো. মাইনুদ্দিন খান এ কথা জানান।
মিয়ানমারের দিক থেকে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা রোববার রাত ১০টার দিকে নাফ নদীর গোলারচর পয়েন্টে এসে ডুবে যায়। এরপর থেকে সোমবার বিকাল পর্যন্ত একজন পুরুষ ও দুইজন নারী ও দশ শিশুর লাশ উদ্ধার করা হয়।
ওসি মাইনুদ্দিন বলেন, রাত ১০টার দিকে আরও পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯জনে।
আকাশ নিউজ ডেস্ক 





















