অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে বিষপান করে প্রেমিকা তন্বি কস্তা (১৬)। পরে হাসাপতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে সোমবার দুপুরে নিহতের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা (নং ২৩) দায়ের করেছেন। অপমৃত্যু ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই আলাল উদ্দিন।
নিহত তন্বি উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের অনিল কস্তার মেয়ে। সে ওই ইউনিয়নের বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়তো।
নিহত তন্বির বাবা অনিল কস্তার বরাদ দিয়ে এসআই আলাল উদ্দিন জানান, তার মেয়ের একই ইউনিয়নের জয়নমবের এলাকার সিমান্ত (২২) নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। রোববার বিকেলে ঘটনার আগে ওই ছেলের সঙ্গে মোবাইল ফোনে প্রায় আধা ঘণ্টা কথা বলে। এর কিছুক্ষন পর নিজ ঘরে ঢুকে ইঁদুর মারার ঔষধ (কীটনাশক) পান করে। এ সময় যন্ত্রনায় ছটফট করতে শুরু করলে বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মীর মোহাম্মদ মহিউদ্দিন। ওখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এসআই আরো জানান, নিহতের বাবা আবেদনের প্রেক্ষিতে কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। যার শেষ কৃত্য অনুষ্ঠান সোমবার বিকেলে সম্পন্ন করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























