অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক চাপায় দুই মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। সোমবার (০৯ অক্টেবার) সকাল সোয়া ৭টার দিকে উপজেলা সদরের মনছুরিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহেদা আকতার (১৪) ও মুর্শিদা বেগম (১৪) রঙ্গিয়াঘোনা ফাজিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী। সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয় তারা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ‘দ্রুতগামী একটি ট্রাক চাপায় এক ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকের চালককে আটক করা হয়েছে।’
আকাশ নিউজ ডেস্ক 
























