অাকাশ স্পোর্টস ডেস্ক:
বয়স মাত্র ২১ বছর। নিজেকে যোগ্য ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ইতালিয়ান ক্লাব পার্মার একাডেমিতে সুযোগ পেয়েছিলেন। তবে মূল একাদশে জায়গা হয়নি। পার্মার হয়ে লিগ অভিষেকের ২০১৪-১৫ মৌসুমে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। এ মৌসুমে কোনো ক্লাব তাকে টানেনি। সলোমন নায়ান্তাকাইর খুব হতাশার মধ্য দিয়ে দিন কাটছিল।
তাই বলে মা ও বোনকে খুন করবেন সলোমন? হ্যাঁ, ২১ বছর বয়সী ঘানাইয়ান এই ফুটবলার জঘন্য এই কাজটাই করলেন । মা ও বোনকে খুন করার অভিযোগে সলোমনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘানার গণমাধ্যম জানিয়েছে, গতকাল মিলানের কাছে এক রেলস্টেশনে সলোমনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হতাশায় ভুগতে থাকা এই ফুটবলার তার মা ও ১১ বছর বয়সী ছোট বোনকে হত্যার কথা স্বীকার করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















