ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে কট্টর ইসরাইল সমর্থককে বেছে নিলেন ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা বুঝে পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অপেক্ষা করতে হচ্ছে ২০ জানুয়ারি শপথ গ্রহণের সময় পর্যন্ত। তার আগে নিজের প্রশাসনে নিয়োগ কার্যক্রম শুরু করেছেন ট্রাম্প। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেসওম্যান এলিস স্টেফানিককে নিয়োগ দিয়েছেন তিনি।

কে এই স্টেফানিক- জানা যায়, দীর্ঘদিন ধরেই ট্রাম্পের মিত্র স্টেফানিক। ইসরাইলের কট্টর সমর্থক তিনি। হামাসের বিরুদ্ধে যুদ্ধে পর্যাপ্ত সমর্থন না থাকায় যুক্তি দিয়ে জাতিসংঘের সমালোচনা করেছিলেন তিনি। সেই তাকেই এবার নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

স্টেফানিককে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ নিয়ে ট্রাম্প বলেন, ‘এলিস অবিশ্বাস্যভাবে শক্তিশালী, শক্ত এবং স্মার্ট আমেরিকা ফার্স্ট ফাইটার।’

ট্রাম্প প্রশাসনে নিয়োগ পাওয়ায় তিনি জাতিসংঘের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডের স্থলাভিষিক্ত হবেন। যিনি কিনা গত ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসে কাজ করেছেন।

জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ায় ট্রাম্পের প্রতি বিনয় প্রকাশ করেছেন স্টেফানিক। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে আমার সহকর্মীদের সমর্থন অর্জনের জন্য উন্মুখ আমি। আমেরিকা বিশ্বের আলোকবর্তিকা হয়ে আছে, কিন্তু আমরা আশা করি এবং আমাদের দাবি করা উচিত যে আমাদের বন্ধু এবং মিত্ররা আমরা যে শান্তি চাই তার শক্তিশালী অংশীদার হবে।’

স্টেফানিকের অবশ্য পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে ন্যূনতম অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি হাউস আর্মড সার্ভিসেস কমিটি এবং হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সে কাজ করেছেন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর কংগ্রেসে ইসরাইলের সবচেয়ে স্পষ্টবাদী সমর্থক ছিলেন তিনি।

গত মাসে, গাজায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানালে, তিনি বলেন, জাতিসংঘের মার্কিন অর্থায়নের সম্পূর্ণ পুনর্মূল্যায়ন হওয়া উচিত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে কট্টর ইসরাইল সমর্থককে বেছে নিলেন ট্রাম্প

আপডেট সময় ০৭:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা বুঝে পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অপেক্ষা করতে হচ্ছে ২০ জানুয়ারি শপথ গ্রহণের সময় পর্যন্ত। তার আগে নিজের প্রশাসনে নিয়োগ কার্যক্রম শুরু করেছেন ট্রাম্প। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেসওম্যান এলিস স্টেফানিককে নিয়োগ দিয়েছেন তিনি।

কে এই স্টেফানিক- জানা যায়, দীর্ঘদিন ধরেই ট্রাম্পের মিত্র স্টেফানিক। ইসরাইলের কট্টর সমর্থক তিনি। হামাসের বিরুদ্ধে যুদ্ধে পর্যাপ্ত সমর্থন না থাকায় যুক্তি দিয়ে জাতিসংঘের সমালোচনা করেছিলেন তিনি। সেই তাকেই এবার নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

স্টেফানিককে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ নিয়ে ট্রাম্প বলেন, ‘এলিস অবিশ্বাস্যভাবে শক্তিশালী, শক্ত এবং স্মার্ট আমেরিকা ফার্স্ট ফাইটার।’

ট্রাম্প প্রশাসনে নিয়োগ পাওয়ায় তিনি জাতিসংঘের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডের স্থলাভিষিক্ত হবেন। যিনি কিনা গত ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসে কাজ করেছেন।

জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ায় ট্রাম্পের প্রতি বিনয় প্রকাশ করেছেন স্টেফানিক। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে আমার সহকর্মীদের সমর্থন অর্জনের জন্য উন্মুখ আমি। আমেরিকা বিশ্বের আলোকবর্তিকা হয়ে আছে, কিন্তু আমরা আশা করি এবং আমাদের দাবি করা উচিত যে আমাদের বন্ধু এবং মিত্ররা আমরা যে শান্তি চাই তার শক্তিশালী অংশীদার হবে।’

স্টেফানিকের অবশ্য পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে ন্যূনতম অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি হাউস আর্মড সার্ভিসেস কমিটি এবং হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সে কাজ করেছেন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর কংগ্রেসে ইসরাইলের সবচেয়ে স্পষ্টবাদী সমর্থক ছিলেন তিনি।

গত মাসে, গাজায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানালে, তিনি বলেন, জাতিসংঘের মার্কিন অর্থায়নের সম্পূর্ণ পুনর্মূল্যায়ন হওয়া উচিত।