ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

৬ দিন ধরে নিখোঁজ কলেজছাত্র, পরিবারের দাবি প্রেমের ফাঁদে অপহরণ

আকাশ জাতীয় ডেস্ক :

শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দরিদ্র পরিবারের সুমন মিয়াকে ছয় দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমনের পরিবারের দাবি একটি মেয়ের ত্রিভুজ প্রেমের ফাঁদে পড়ে সুমন অপহরণের শিকার হয়েছে।

পরিবার বলছে, সুমন গত ৪ নভেম্বর রাতে শহরের কসবা বারেক পাড়া যাওয়ার পথে বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে অপহরণের শিকার হয়। পরে এ ঘটনায় তার মা-বাবা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতে প্রথমে একটি জিডি এবং পরে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, একই কলেজের ছাত্রী ও প্রতিবেশী এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মাস ছয় আগে। ঘটনার দিনে সুমন মিয়া ও প্রেমিকা রাস্তাায় দাঁড়িয়ে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলেন। এসয় ২/৩ জন যুবক সুমনকে একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। তার পর থেকেই সুমনকে আর পাওয়া যাচ্ছে না। ওই যুবকদের সাথে ওই মেয়ের প্রেম ও সুমনের প্রেম ঘটিত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এনিয়ে ওই দিন রাতেই পরিবার শেরপুর সদর থানায় একটি ডায়েরি করেন। কিন্ত পুলিশ কোনো কুল কিনারা করতে পারেনি। আজ দুপুরে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা হিসেবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আজ দুপুরে (১০ নভেম্বর) সুমনের মা-বাবা, এলাকাবাসী ও সুমনের বেশ কয়েকজন সহপাঠীসহ শেরপুরের পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পুলিশ সুপারের সাথে কথা বলার সময় সুমনের বাবা জ্ঞান হারিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুরে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, নিশ্চয়ই পুলিশ বসে নেই। বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

৬ দিন ধরে নিখোঁজ কলেজছাত্র, পরিবারের দাবি প্রেমের ফাঁদে অপহরণ

আপডেট সময় ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দরিদ্র পরিবারের সুমন মিয়াকে ছয় দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমনের পরিবারের দাবি একটি মেয়ের ত্রিভুজ প্রেমের ফাঁদে পড়ে সুমন অপহরণের শিকার হয়েছে।

পরিবার বলছে, সুমন গত ৪ নভেম্বর রাতে শহরের কসবা বারেক পাড়া যাওয়ার পথে বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে অপহরণের শিকার হয়। পরে এ ঘটনায় তার মা-বাবা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতে প্রথমে একটি জিডি এবং পরে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, একই কলেজের ছাত্রী ও প্রতিবেশী এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মাস ছয় আগে। ঘটনার দিনে সুমন মিয়া ও প্রেমিকা রাস্তাায় দাঁড়িয়ে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলেন। এসয় ২/৩ জন যুবক সুমনকে একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। তার পর থেকেই সুমনকে আর পাওয়া যাচ্ছে না। ওই যুবকদের সাথে ওই মেয়ের প্রেম ও সুমনের প্রেম ঘটিত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এনিয়ে ওই দিন রাতেই পরিবার শেরপুর সদর থানায় একটি ডায়েরি করেন। কিন্ত পুলিশ কোনো কুল কিনারা করতে পারেনি। আজ দুপুরে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা হিসেবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আজ দুপুরে (১০ নভেম্বর) সুমনের মা-বাবা, এলাকাবাসী ও সুমনের বেশ কয়েকজন সহপাঠীসহ শেরপুরের পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পুলিশ সুপারের সাথে কথা বলার সময় সুমনের বাবা জ্ঞান হারিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুরে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, নিশ্চয়ই পুলিশ বসে নেই। বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।