অাকাশ জাতীয় ডেস্ক:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবদুল হক (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে নগরীর পতেঙ্গা থানার নেভাল অ্যাকাডেমির পাশে এ ঘটনা ঘটে। আবদুল হক ফেনী জেলার পরশুরাম থানার পশ্চিম শীতলক্ষা গ্রামের বজলুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, নির্মাণাধীন প্রতিষ্ঠানে কাজ করার সময় বিদ্যুতের তারে লেগে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























