অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা চিনকি আস্তানায় একটি বাসায় এই ঘটনা ঘটে।
একাধিক সূত্র জানায়, প্রায় ৫ মাস পূর্বে তাদের বিয়ে হয়। আজ সকালে স্বামী ও স্ত্রী একসাথে নাস্তা করে এরপর স্বামী অফিসে চলে যায়। পরবর্তীতে ওই গৃহবধূ বাসার দরজা জানালা বন্ধ করে বেলাকনিতে গিয়ে গলায় রশি লাগিয়ে আত্মহত্যাকরে।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাহিদুল কবির বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কি জন্য আত্মহত্যা করেছে এখনো কারণ জানা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























