আকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পেয়ারা বাগান এলাকা থেকে বুধবার সন্ধ্যায় মো. শাহিন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার ঝোলাইপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন পেয়ারা বাগান এলাকার শেখ হেলাল সুপার মার্কেটের মালিক হেলাল উদ্দিনের মুদি দোকানে প্রায় ৩ বছর যাবত চাকরি করে আসছিল। টাকা চুরির অভিযোগে বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
বুধবার দুপুরে শাহিন অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সুলতান জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শিশুর লাশ তড়িগড়ি করে গ্রামে পাঠিয়ে দেয়ার প্রস্তুতি নেয় সুপার মার্কেটের মালিক হেলাল উদ্দিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাছা থানার এসআই আনোয়ার হোসেন বলেন, নিহত শাহিনের বাবা-মাকে খবর দেয়া হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক হেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















