অাকাশ জাতীয় ডেস্ক:
হাইচ-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নুরজাহান বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরজাহান বেগম ফেনী জেলার দাগনভূঁইয়ার মারিসপুর এলাকার নুরুল হকের স্ত্রী।
জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ফেনী থেকে চট্টগ্রাম শহরে একটি বিয়ের অনুষ্ঠানে আসার পথে ফৌজদারহাট এলাকার একটি পেট্রোল পাম্পে গ্যাস নিচ্ছিল হাইচ গাড়িটি। পরে গ্যাস নিয়ে হাইচটি বের হওয়ার সময় একটি মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























