আকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুর মহানগরীতে প্রেম করে বাড়ি থেকে তুলে নিয়ে বিয়ের পাঁচবছর পর স্বামীর কথায় রাগ করে ইঁদুর মারার ওষুধ খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম মিম (২০)।
শুক্রবার সন্ধ্যায় পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিনুর আক্তার মিম (২০) বরিশালের হাকিম মিয়ার মেয়ে। তবে তার বাবা পূবাইল ৪১নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার ভাড়া বাসায় বসবাস করছেন। মিমের স্বামী রাজিব (৩০) একই এলাকার মৃত রমিজ উদ্দিন রমুর ছেলে। স্বামী রাজিব স্থানীয় এ এন্ড এ ট্রাউজার ফ্যাক্টরিতে কাজ করেন। মিমে এক ছেলে (২২ মাস) সন্তানের জননী
জানা যায়, সন্ধ্যায় স্বামী রাজিব ঘরে তরকারি কম-বেশি রান্না করা নিয়ে কলহে লিপ্ত হয়। এর এক পর্যায়ে রাজিব স্ত্রী মিমকে বিষ খেয়ে মরতে বলেন।স্বামীকে মিম দেখতে চাও- বলে সত্যি সত্যি রাগ করে ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলে মিম।
এসময় শ্বশুরবাড়ির লোকজন মিমকে প্রথমে কেথারসিস হাসপাতাল ও পরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উত্তরার ১১নং সেক্টরে লেক ভিউ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকায় গিয়ে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে রাজিব প্রেম করে অপ্রাপ্ত বয়স্ক মিমকে বাড়ি থেকে তুলে নিয়ে বিয়ে করেন। সেসময় বিয়েটা সবাই মেনে নেয়। তবে বিয়ের পর থেকে মিমকে প্রায় যন্ত্রণা করতো শ্বশুরবাড়ির লোকজন। রাজিবের মা-বোন কক্সবাজার থাকাকালীন ৪ দিন মিমকে ভাত দেয়নি বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
পূবাইল থানার পরিদর্শক তদন্ত শাহ আলম মোল্লা জানান, ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এখন একটি অপমৃত্যু মামলা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























