অাকাশ জাতীয় ডেস্ক:
মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা শামসুন নাহার (৩৫) নামে এক সন্তানসম্ভবা নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তাকে চমেক হাসপাতালে আনা হয়েছে। শামসুন নাহার মিয়ানমারের আকিয়াব জেলার মংডুর টিলাভাঙা এলাকার নুর মোহাম্মদের স্ত্রী।
জেলা পুলিশ মেডিকেল টিম ১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, সন্তানসম্ভবা এক রোহিঙ্গা নারীকে উখিয়ার শরণার্থী ক্যাম্প থেকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওই নারীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে ওই নারীর চিকিৎসা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























