ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

পরিবারের সবাইকে অচেতন করে নববধুকে গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বামী শ্বশুর ছিলেন হাসপাতালে। এই সুযোগে খাবারের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে পরিবারের সবাইকে অচেতন করে এক নববধুকে (১৮) গণধর্ষণ করা হয়েছে। ধর্ষিতা গৃহবধুর দায়ের করা মামলায় বুধবার রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডুপাশা গ্রামের।

জানা গেছে, বুধবার রাতে ধর্ষিতা নববধু বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে একই এলাকার আজিজ খানের পুত্র খলিলুর রহমান (৩৫) ও মোশারেফ খানের পুত্র শাহীন খানকে (২৮) গ্রেপ্তার করেছে।

উজিরপুর মডেল থানার এসআই তৌহিদুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, গ্রেফতারকৃত দুজন গত ১৮ই সেপ্টেম্বর রাতে একই গ্রামের এক রিকসা চালকের তিন সদস্যর পরিবারের সবাইকে দুধের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে। পরে ওই গৃহবধুকে অচেতন অবস্থায় ঘর থেকে তুলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে গণধর্ষণ করা হয়।

ঘটনার পর থেকে নববধু (১৮), তার স্বামী (২২) ও শ্বশুর (৪৫) উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে সুস্থ হয়ে নববধু বাদি হয়ে খলিলুর রহমান ও শাহীন খানকে আসামি করে উজিরপুর মডেল থানার একটি মামলা দায়ের করেন। থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বৃহস্পতিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আর গ্রেপ্তারকৃত দুজনকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

পরিবারের সবাইকে অচেতন করে নববধুকে গণধর্ষণ

আপডেট সময় ১০:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বামী শ্বশুর ছিলেন হাসপাতালে। এই সুযোগে খাবারের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে পরিবারের সবাইকে অচেতন করে এক নববধুকে (১৮) গণধর্ষণ করা হয়েছে। ধর্ষিতা গৃহবধুর দায়ের করা মামলায় বুধবার রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডুপাশা গ্রামের।

জানা গেছে, বুধবার রাতে ধর্ষিতা নববধু বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে একই এলাকার আজিজ খানের পুত্র খলিলুর রহমান (৩৫) ও মোশারেফ খানের পুত্র শাহীন খানকে (২৮) গ্রেপ্তার করেছে।

উজিরপুর মডেল থানার এসআই তৌহিদুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, গ্রেফতারকৃত দুজন গত ১৮ই সেপ্টেম্বর রাতে একই গ্রামের এক রিকসা চালকের তিন সদস্যর পরিবারের সবাইকে দুধের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে। পরে ওই গৃহবধুকে অচেতন অবস্থায় ঘর থেকে তুলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে গণধর্ষণ করা হয়।

ঘটনার পর থেকে নববধু (১৮), তার স্বামী (২২) ও শ্বশুর (৪৫) উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে সুস্থ হয়ে নববধু বাদি হয়ে খলিলুর রহমান ও শাহীন খানকে আসামি করে উজিরপুর মডেল থানার একটি মামলা দায়ের করেন। থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বৃহস্পতিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আর গ্রেপ্তারকৃত দুজনকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।