অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে দুজন নিহত হয়েছেন। সোমবার ভোররাতে কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শামসুল আলম (৫৫) ও সৈয়দুল আমিন (২)।
উখিয়া থানার ওসি আবুল খায়েক জানান, ভোরে উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে একদল বন্যহাতি হামলা করে। এসময় দুজন রোহিঙ্গা হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান। এছাড়া পালাতে গিয়ে কয়েকজন আহত হন।
আকাশ নিউজ ডেস্ক 
























