অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে নিয়োজিত চীনের রাষ্ট্রদূত কুই তিয়ানকাই বলেছেন, অস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে উ. কোরিয়ার বিরুদ্ধে হুমকি দেয়া ওয়াশিংটনের বন্ধ করা উচিত। কোরিয় উপদ্বীপ সংক্রান্ত সংকট নিরসনে বেইজিংয়ের ওপর চাপ সৃষ্টি করার বদলে বরং সংলাপ শুরুর সহায়তা করা আমেরিকার জন্য উচিত বলে মন্তব্য করেন তিনি।
চীনের জাতীয় দিবস উপলক্ষে ওয়াশিংটনের দূতাবাসের এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, উত্তর কোরিয়ার প্রতি আমেরিকার হুমকি দেয়া বন্ধ করা উচিত। বরং সংলাপ শুরুর কার্যকর পথ বের করার জন্য ওয়াশিংটনের আরো চেষ্টা করা উচিত।
এ ছাড়া, চীন-মার্কিন বাণিজ্যের বিষয়ে টেনে আনার বিরুদ্ধেও কথা বলেন তিনি। তিনি বলেন, চীন-মার্কিন বাণিজ্য সম্পর্কের গুরুত্বহীন করে তোলা বা চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তাতে লক্ষ্য থেকে দূরে সরে যাওয়া হবে ।
তিনি আরো বলেন,উত্তর কোরিয়া নিয়ে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা অনেক মার্কিন নাগরিকই মেনে নেবে না
আকাশ নিউজ ডেস্ক 

























