অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীতে শুক্রবার সকালে তুরাগের ইস্টওয়েস্ট হাসপাতালের পাশে একটি পেট্রোল পাম্পের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলেট (২৬) ও আব্দুল হালিম (৩৯) মারা গেছেন। এ ঘটনায় কাজল নামে আরো একজন আহত হয়েছেন। তুরাগ থানার উপপরিদর্শক আমজাদ হোসেন জানান, সকালে পেট্রোল পাম্পের পাশে কাজ করার সময় একটি লোহার মই সরাতে গেলে সেটি বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে আব্দুল হালিম ও ইস্টওয়েস্ট হাসপাতালে নেওয়ার সময় বুলেট মারা যান।
তিনি বলেন, ময়নাদতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত কাজলকেও ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, নিহত বুলেট ফরিদপুর জেলার সুনামুখীর আব্দুল মজিদ খন্দকার ও আব্দুল হালিম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আব্দুল হাকিমের ছেলে।
আকাশ নিউজ ডেস্ক 

























