অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সাবাজারের টেকনাফে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় বৃহস্পতিবার সকালে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ পয়েন্ট থেকে আরও দুই শিশুসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ থেকে একজন শিশু ও নারী এবং নয়াপাড়া থেকে একজন পুরুষ ও শিশুর লাশ উদ্ধার করে। তারা নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে।
তিনি আরো বলেন, এদিকে ১২ সেপ্টেম্বর ভোর রাতে মিয়ানমারের ওপার থেকে অর্ধ শতাধিক রোহিঙ্গা ভর্তি করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। ট্রালারটি নাফ নদীর মোহনায় পৌঁছলে অপর একটি ট্রলারের ধাক্কায় রোহিঙ্গা বোঝাই এ ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অন্তত ৩০ জন রোহিঙ্গা নারী পুরুষদের পাওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























