অাকাশ স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদে যে তিনি থাকছেন না সেটি নিশ্চিতই ছিল। অবশেষে সেটিই বাস্তবে রূপ নিল। স্প্যানিশ জায়ান্ট রিয়াল ছেড়ে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে যোগ দিলেন হামেস রদ্রিগেজ।
মঙ্গলবার বায়ার্ন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, দুই বছরের চুক্তিতে রদ্রিগেজকে আলিয়াঞ্জ অ্যারেনায় আনা হয়েছে। স্কাই স্পোর্টস এবং দ্য গার্ডিয়ান এই সংবাদ প্রকাশ করেছে।
রদ্রিগেজের বায়ার্নে যাওয়ার মধ্য দিয়ে ডগলাস কস্তার জুভেন্টাসে যাওয়ার পথ আরো সুগম হলো। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল বায়ার্ন ছেড়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দেবেন ব্রাজিলিয়ান তারকা কস্তা। এবার হয়তো সেটিও বাস্তবে রূপ নেবে।
২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল নৈপুণ্য উপহার দিয়ে নজর কাড়েন কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রদ্রিগেজ। সেই বছর ৭১ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে ছয় বছরের চুক্তিতে তাকে দলে ভেড়ায় রিয়াল। গত মৌসুমে জিনেদিন জিদানের প্রথম একাদলে বলতে গেলে ব্রাত্যই ছিলেন মোনাকোর সাবেক তারকা। যে কারণে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার জন্য মরিয়া ছিলেন তিনি। বায়ার্নে যোগ দেয়ার মধ্য দিয়ে রদ্রিগেজের সেই চাওয়া পূর্ণ হলো।
গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় মাত্র ২২টি ম্যাচ খেলেন রদ্রিগেজ। এরমধ্যে অনেক ম্যাচেই ছিলেন না সেরা একাদশে। নিয়মিত বেঞ্চে থাকায় অনেকটাই বিরক্ত ছিলেন রদ্রিগেজ। বায়ার্নে যোগ দিয়ে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন এই কলম্বিয়ান তারকা।
গত মৌসুম শেষ হওয়ার পর রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসিতে যোগ দেবেন বলেই জোর আলোচনা চলছিল। তবে ইংলিশ ক্লাব দুটিকে হারিয়ে ২৫ বছর বয়সী তারকাকে কিনে নেয় বায়ার্ন মিউনিখ।
বায়ার্নে যোগ দেয়ার মধ্য দিয়ে শিগগিরই কার্লো আনচেলত্তির সঙ্গে পুনঃমিলনী হতে যাচ্ছে রদ্রিগেজের। রিয়াল মাদ্রিদে আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছিলেন রদ্রিগেজ। দল বদলে এই ইতালিয়ান এখন বায়ার্নের কোচ। চলতি সপ্তাহেই প্রাক-মৌসুম প্রস্তুতিতে আনচেলত্তির পুনঃমিলনী হবে রদ্রিগেজের।
রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমে ৪৬ ম্যাচে ১৭ গোল করেছিলেন রদ্রিগেজ। পরের দুই মৌসুমে সমান ৩২ ম্যাচ করে খেলে যথাক্রমে ৮ ও ১১ গোল করেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির হয়ে দুটি করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করেন এই কলম্বিয়ান তারকা। এছাড়া একটি করে স্প্যানিশ লা লিগা ও উয়েফা সুপার কাপের শিরোপা জয় করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















