অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড়ে বালক-বালিকাদের নৈতিক চরিত্র গঠনে মহাত্মা গুরুনাথ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা। বৃহস্পতিবার সকাল থেকে এই কর্মশালার উদ্বোধন করা হয়। জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের সত্য ও শান্তি কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এই কর্মশালার উদ্বোধন করেন। রমেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলার নির্বাহী অফিসার আবু নঈম মোহাম্মদ মারুফ খান, সংগঠনের সাধারণ সম্পাদক সুপদ মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র বিশ্বাস, মুকসুদপুর থানার ওসি মোঃ আজিজুর রহমান, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া, ননীক্ষীর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, জলিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগী, সাতপাড় সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ সন্তোষ কুমার ঢালী, সাবেক প্রাণী সম্পদ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শংকর প্রসাদ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তরা কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সামাজিক আচার আচরণ, গুরুজনদের সম্মান প্রদর্শনসহ বিভিন্ন ধরনের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন।
সুশান্ত সরকার, গোপালগঞ্জ প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 























