অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা কালে দুই হাজার ৬৭৫ জন রোহিঙ্গাকে প্রতিহত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত টেকনাফের পাঁচটি সীমান্ত পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে ঢুকতে চেয়েছিল। এ সময় তাদের প্রতিহত করা হয়।
তিনি আরও জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তের রোহিঙ্গা অনুপ্রবেশের চিহ্নিত পয়েন্ট সমূহে বিজিবি টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন।
গত মাসের শেষ সপ্তাহে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সীমান্তবর্তী কয়েকটি চৌকিতে হামলার ঘটনা ঘটে। হামলার জন্য মিয়ানমারের সরকার স্থানীয় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে দায়ী করে। এরপর থেকে রোহিঙ্গা জনপদে দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। এ অবস্থায় প্রাণ বাঁচাতে রাখাইন থেকে লাখো শরণার্থী বাংলাদেশে এসেছে। এসব শরণার্থীর মধ্যে প্রায় সবাই রোহিঙ্গা মুসলিম
আকাশ নিউজ ডেস্ক 






















