অাকাশ জাতীয় ডেস্ক:
বিজিবি জানিয়েছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গা দম্পতির লাশ উদ্ধার হয়েছে। তবে তিনি নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও পালিয়ে আসা রোহিঙ্গারা তা নিশ্চিত করেছেন।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে জলপাইতলী এলাকার জিরো পয়েন্টের কাছাকাছি এলাকা থেকে মৃতদেহগুলো পাওয়া যায়।
নিহতরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার মংডু থানার ঢেঁকিবুনিয়া এলাকার বাসিন্দা মো. জাফরুল্লাহ ও তার স্ত্রী আয়েশা বেগম।
তিনি বলেন, বলেন, শনিবার মধ্যরাতের দিকে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী পয়েন্টে শূন্যরেখার বাংলাদেশ অভ্যন্তরে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়।
পরে বিজিবি সেখানে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। মৃতদেহ দুটি সীমান্তের জলপাইতলীতে রয়েছে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























