আকাশ জাতীয় ডেস্ক:
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় তিনি করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) তার নমুনায় করোনা শনাক্ত হয়।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক অনেক বয়স্ক একজন ব্যক্তি। এমনিতে তার কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়া তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। বৃহস্পতিবার তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। শুক্রবার সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেলে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা সংকটাপন্ন।
দলীয় সূত্রে জানা যায়, নুরুল হক খুলনা-৬ থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















